বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আরও বিনিয়োগের আগ্রহ  প্রকাশ করেছেন মার্কিন বহুজাতিক কোম্পানি জেনারেল ইলেকট্রিক । প্রধানমন্ত্রীর সঙ্গে বুধবার বিকালে কোম্পানির বোর্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেফরি রবার্ট ইমেল্ট বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আরও বিনিয়োগের বিষয়ে এই আগ্রহের কথা জানান।

বাংলাদেশের আর্থ সামজিক উন্নয়নের প্রশংসা করে  ইমেল্ট বাংলাদেশকে ‘এশিয়ার নতুন বাঘ’ হিসাবেও উল্লেখ।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে মানবসম্পদ উন্নয়নে জেনারেল ইলেকট্রিক সহায়তা করতে পারে।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ই ইলাহী, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুল হক, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ মো. ওয়াহেদ উজ জামান এবং প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।