যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করলেও আশঙ্কার কোনো কারণ নেই৷ এই সেতুর ভবিষ্যত উজ্জ্বল৷ আর তাঁর কাছে বিশ্বব্যাংক সরাসরি দুর্নীতির কোনো অভিযোগ করেনি এখনও৷

সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন স্থগিত করেছে৷ তার পরদিন, অর্থাৎ মঙ্গলবার, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সংবাদ মাধ্যমকে বলেন যে, বিশ্বব্যাংক তাঁর কাছে সরাসরি কোনো অভিযোগ এখনও উত্থাপন করেনি৷ তবে তিনি প্রথম যখন অভিযোগের কথা শোনেন, তখনই দুদক এবং টিআইবি’কে অভিযোগটি তদন্ত করতে বলেন৷ যোগাযোগমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণ নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই৷ এই সেতুর ভবিষ্যত উজ্জ্বল৷ তাই যথা সময়ের মধ্যেই সেতু নির্মিত হবে৷ বর্তমান সরকারের আমলেই এই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে৷

ঋন নিয়ে বিশ্বব্যাংকের পিছটানের পর, অন্য দাতাদের প্রতিক্রিয়া অবশ্য এখনও জানা যায়নি৷