লন্ডন অলিম্পিক ২০১২ এর মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে বিশ্বের দ্রুততম নারীর খেতাব নিজের দখলে রাখলেন জ্যামাইকার শেলি-অ্যান ফ্রেসার-প্রাইস। যুক্তরাষ্ট্রের ক্যামেলিয়া জেটার ১০.৭৮ সেকেন্ড ও জ্যামাইকার ভ্যারোনিকা ক্যাম্পবেল-ব্রাউনের ১০.৮১ সেকেন্ডের মৌসুম সেরা টাইমিংকে টপকিয়ে ১০.৭৫ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতে নেন ফ্রেজার-প্রাইস।
প্রসঙ্গত, ২০০৮ সালে অনুষ্ঠিত বেইজিং অলিম্পিক এবং ২০১০ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার জিতে ডাবল জয়ের অসাধারণ কৃতিত্ব গড়েছিলেন শেলি। এছাড়া প্রথম রাউন্ড হিটে ১১.০০ সেকেন্ড ও সেমিফাইনালে ১০.৮৫ সেকেন্ড সময় নিয়ে সবার আগেই দৌঁড় শেষ করেন তিনি।