রাজধানীর আগারগাঁও কম্পিউটার কাউন্সিলের এক মহিলা কর্মী বোমা বিস্ফোরণে আহত হয়েছেন। পুলিশ সাংবাকিদের কাছে বলছে, বোমাটি তার হাতব্যাগের ভেতরে ছিল। আয়েশা সিদ্দিকা নামের ওই নারী বিসিএস কম্পিউটার কাউন্সিলে সহকারী প্রোগ্রামার হিসাবে কাজ করেন। তাকে আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরে বাংলা থানার ওসি জাকির হোসেন মোল্লা সাংবাদিকদের জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সামনে দিয়ে নিজের কার্যালয়ে যাওয়ার সময় রাস্তায় আয়েশার হাতব্যাগে থাকা বোমাটি বিস্ফোরিত হয় বোমাটি তার ব্যাগে কীভাবে এলো তা তদন্ত করে দেখতে হবে।