নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভুয়া ভোটারের সুনির্দিষ্ট অভিযোগ করেছেন মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি৷ বিএনপির মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারও তার অভিযোগকে সমর্থন করছেন৷ তবে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমান বলেন, ভুয়া ভোটার করার সুযোগ নেই৷ ভুলভ্রান্তি থাকলে তা সংশোধন করা যেতে পারে ৷ নির্বাচন কমিশন এই অভিযোগ তদন্ত করে দেখেছে৷

সেলিনা হায়াত আইভি অভিযোগ করেন, নারায়ণগঞ্জের ১২ নম্বর ওয়ার্ডে এক হাজার ভুয়া ভোটার আছে৷ ওই ভোটারদের বাস্তবে কোন অস্তিত্ব নেই৷ তিনি ভোটার তালিকাসহ নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন৷ তার ধারণা, অন্যান্য ওয়ার্ডেও এরকম ভুয়া ভোটার থাকতে পারে৷ একজন প্রার্থীর পক্ষে এসব ভুয়া ভোটার করা হয়েছে৷ তৈমুর আলম খন্দকারও একই ধরনের অভিযোগ করেন৷ তিনি বলেন, কিছু নতুন ভোটারেরও আবেদন পড়েছে৷ তিনি তাদের ভোটার না করার অনুরোধ করেছেন নির্বাচন কমিশনকে৷

শামীম ওসমান বলেন, ভুয়া ভোটার করার কোন সুযোগ নেই৷ আর তার দিকে অভিযোগের আঙুল উঠানো ঠিক নয়৷ ভোটার তালিকায় কোন ভুল ভ্রান্তি থাকলে তা সংশোধনের সুযোগ আছে৷

নির্বাচন কমিশনের জেলা রিটার্নিং অফিসার বিশ্বাস লুৎফর রহমান জানান, তারা অভিযোগের তদন্ত করছেন৷ প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে৷ এদিকে ১২ নম্বর ওয়ার্ড বস্তি এলাকা হওয়ায় কিছু লোক ভোটার হওয়ার পর স্থান বদল করতে পারে৷ তবে তা এত বেশি সংখ্যায় হওয়ার সম্ভাবনা কম বলে জানান ওই এলাকার বাসিন্দারা৷