মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের চোকদার ব্রিজ এলাকায় এক পরিবহন শ্রমিককে খুন করে ট্রাক ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুরে হাত-পা বাঁধা অবস্থায় সবুজ খান (২২) নামে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। পরে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দক্ষিণ ঝিকরহাটি গ্রামের মাহবুব খানের ছেলে।

মাদারীপুর সদর থানার ওসি মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বেলা ১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

ট্রাক চালকের সহকারী সবুজের দুই হাত ও পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে বলেও জানান তিনি।

এ ঘটনায় মাদারীপুর থানায় একটি মামলা হয়েছে।