মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর বলে পুলিশ ধারণা করছে।

ঘিওর থানার ওসি আশরাফ-উল ইসলাম জানান, সকাল নয়টার দিকে কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ের আঙ্গিনার এক পাশে লাশটি দেখতে পায়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। উদ্ধারের সময় লাশের গায়ে লুঙ্গি ও সার্ট ছিল বলে জানান তিনি।

ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠান হয়েছে।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।