মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া বাজারে পুলিশ পরিচয়ে দিয়ে প্রায় দুইশ’ ডাকাতের একটি দল একযোগে ছয়টি দোকানে দুর্ধর্ষ ডাকাতি করেছে। শুক্রবার রাতে পদ্মা তীরের এই বাজারের ছয় দোকান থেকে ২শ’ ৩৮ ভরি সোনা, ৫৫০ ভরি রূপা ও পাঁচ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়।
ওই বাজারের নরেন্দ্র কর্মকার, মাদক পাল, বিমল পাল ও মদন দাসের সোনার দোকান, বিপুল মোল্লার কাপড়ের দোকান ও আলাউদ্দিনের চায়ের দোকান লুট করে ডাকাতরা।
শ্রীনগর থাকার ওসি মিজানুর রহমান জানান, পদ্মার ওপার থেকে বিপুল সংখ্যক ডাকাত এ ডাকাতি চালায়।
“ডাকাতদের ধরতে অভিযান শুরু হয়েছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি ট্রলারে করে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিশাল ডাকাত দলটি কয়েক ভাগে বিভক্ত হয়ে বাজারের দুই নৈশ প্রহরীকে বেঁধে রেখে গোটা বাজারের নিয়ন্ত্রণ নেয়।
রাত সাড়ে ১২টায় একযোগে ৪টি সোনার দোকানে পুলিশ পরিচয় দিয়ে ঢোকে তারা। সিন্দুকের চাবি না পেয়ে কর্মচারীদের মারধর করে এবং একটি যন্ত্র দিয়ে সিন্দুক ভেঙে এ ডাকাতি করে।