মৌসুমী বায়ুর প্রভাবে গতকাল শুক্রবার রাজধানী ঢাকাসহ সারা দেশে বৃষ্টিপাত হয়েছে। বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এই বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃষ্টিপাতে বন্দর নগরী চট্টগ্রামের বেশ কিছু এলাকা হাটু পানিতে ডুবে যায়। খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে হালকা থেকে মাঝারী ধরনের বজ্রসহ বৃষ্টি এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে। গতকাল ভোর থেকেই রাজধানীতে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে নগরীর বেশ কিছু এলাকায় পানি জমে যায়। সারাদিন আকাশ ছিল মেঘলা এবং থেমে থেমে বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল ঢাকায় ৩৬ মিমি, বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া মাদারীপুর, কুমিলা, চাঁদপুর, মাইজদীকোর্ট, শ্রীমঙ্গল, সৈয়দপুর, বরিশাল ও খেপুপাড়ায় বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানায়। আবহাওয়ার সতর্ক বার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরসমূহ এবং তদসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত থাকতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। অপরদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র, মেঘনা এবং গঙ্গা-পদ্মার পানি বৃদ্ধি পেতে পারে।