রাজধানীর যাত্রাবাড়িতে রৌশন জাহান রিতা (২০) নামের এক কলেজ যাত্রী আত্মহত্যা করেছে।
মঙ্গলবার ভোরে তাদের যাত্রাবাড়ির ৭৮বি/২১/এ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিহতের বড় ভাই রিপন হালদার জানান, সোমবার রাতে রাতের খাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে যায়। ভোর ৬টায় তাকে ডাকতে গেলে তার লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পিতার নাম আব্দুর রশিদ। ৫ ভাই বোনের মধ্যে রিতা সবার ছোট। সে আইডিয়াল কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল।