একাত্তরে মুক্তিযুদ্ধকালীন অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ মঙ্গলবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে মুজাহিদের জামিন আবেদনে শুনানি করেন তাঁর আইনজীবী নজরুল ইসলাম। নজরুল ইসলাম বলেন, মুজাহিদ ২০ বছর ধরে এতেকাফ পালন করে আসছেন। এ ছাড়া তাঁর স্ত্রী শারীরিকভাবে অসুস্থ। এ জন্য তিনি জামিন চান। কিন্তু এর জোরালো বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মীর ইকবাল হোসেন ও মোহাম্মদ আলী।
মুজাহিদকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ কারাগারে রয়েছেন।