রমজান মাস উপলক্ষে অসহায়-দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবে ঢাকার আদি বাসিন্দাদের সংগঠন ঢাকা মহানগরী সমিতি (ঢাকা সমিতি)।
শুক্রবার বাদ জুম্মা নয়াবাজার ফ্রেঞ্চ রোডের নওয়াব ইউসুফ মার্কেটে সমিতির নিজস্ব (৬ নং এক্সটেনশন ভবন, দোতলা) কার্যালয়ে এই খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
ঢাকাইয়াদের সমাজ উন্নয়নমূলক অরাজনৈতিক সংগঠন ঢাকা সমিতির দারিদ্র বিমোচন কর্মসূচির ধারাবাহিকতায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমিতির সভাপতি মীর্জা আব্দুল খালেক।
সমিতির মহাসচিব আবু মোতালেব জানান, ৭ শতাধিক দুঃস্থ ব্যক্তির মঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।