মহানগর গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জাল রুপি ও ৩০০ পিস ইয়াবাসহ ৩জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- আলম (২৮), মেহিদ হাসান (২৪) এবং আইনুল হক (২৮)।
বৃহস্পতিবার রাতে গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের এক টহলদল এদের গ্রেফতার করে।
অভিযানে অংশ নেওয়া টহল দলের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজধানীর ফকিরারপুলের হোটেলে রিজেন্সিতে ইয়াবা কেনাবেচা হচ্ছে।
গোয়েন্দা পুলিশের টহল টিমটি দ্রুত সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সেখান থেকে ৩০০ পিস ইয়াবাসহ মেহেদি ও আলমকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে দক্ষিণ বাসাবো এলাকায় অপর আর এক অভিযানে ১৫ হাজার ভারতীয় জালরুপিসহ আইনুল হক নামের অপরজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মতিঝিল ও বাসাবো থানা পৃথক মামলা দায়ের করা হয়েছে।