রাজধানীর খিলগাঁও এলাকায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে খায়রুল ইসলাম (২৪) নামে এক যুবক খুন হয়েছেন।

বুহস্পতিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

খায়রুল ইসলাম জেনারেটরের মাধ্যমে স্থানীয়ভাবে বিদ্যুৎ সরবরাহের ব্যবসা করতেন।

অন্য একজনকে হত্যা করতে গিয়ে বন্দুকধারী খায়রুলকে গুলি করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন খিলগাঁও থানার ওসি সিরাজুল ইসলাম শেখ।

তিনি বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, খিলগাঁও এলাকার সোহরাওয়ার্দি নামের এক যুবক জমিজমার বিরোধকে কেন্দ্র করে তার আপন ভাবি সালেহাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। ওই গুলি পাশের খিলগাঁও উচ্চ বিদ্যালয় বালুর মাঠে থাকা খায়রুলের বুকে লাগে।”

স্থানীয়রা খায়রুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, ওই যুবক মারা গেছেন।

ঘটনার পর থেকে সোহরাওয়ার্দি পলাতক রয়েছে বলে জানান ওসি।