দেশে কৃষিভিত্তিক গবেষণার কাজ আরো জোরদার করতে রাজশাহী অঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত সদস্যরা প্রধানমন্ত্রী কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী প্রতিনিধিদলের সদস্যদের বলেছেন, রাজশাহী অঞ্চলে আরেকটি কৃষি ইউনিভার্সিটি হবে।”
কৃষির উন্নয়নে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণার ওপর আরো গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষিভিত্তিক গবেষণার ইতিবাচক ফলাফলের জন্য খাদ্য উৎপাদন আগের চেয়ে অনেক বেড়েছে।
কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংখ্যা বাড়ানোর প্রস্তাব প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোর আসন সংখ্যা পরিকল্পনা অনুযায়ী বাড়ানো হবে, যাতে এসব শিক্ষা প্রতিষ্ঠান যথাযথ গবেষণা প্রতিষ্ঠানে পরিণত হয়।
সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে ‘নিম্ন মধ্যবিত্ত’ পাঁচ কোটি নাগরিক ‘মধ্যবিত্তে’ পরিণত হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, এটি তার সরকারের একটি বড় অর্জন।
আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী ধৈর্য্য ধরে শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা বিবেচনার আশ্বাস দেন।
শেরে বাংলা কৃষি কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করায় প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, তাদের একটি গবেষণাগারের নাম দেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়ার নামানুসারে করা হয়েছে।
অন্যদের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ, মুখ্য সচিব শেখ ওয়াহেদ উজ জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদাত উল্লাহ বৈঠকে উপস্থিত ছিলেন।