রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ভোটার তালিকা হালনাগাদকরণ কার্যক্রম চলছে। এর আওতায় ১৬ জুলাই থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। চলবে ২৭ জুলাই পর্যন্ত।
জাতীয় স্বার্থে এ কার্যক্রমকে সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন, রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম।
যে কোনো ধরনের প্রয়োজন অথবা অভিযোগ জানাতে বোয়ালিয়া ও মতিহার থানাধীন অধিবাসীদের নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা এবং শাহ মখদুম ও রাজপাড়া থানাধীন অধিবাসীদের রাজপাড়া থানা নির্বাচন কর্মকর্তা নিয়ামুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।