যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের ভোগান্তি কমাতে রাস্তার মন্ত্রী রাস্তায় আছি এবং রাস্তায়ই থাকব। ঈদের ঘরমুখো যাত্রীদের চলাফেরা স্বাভাবিক রাখতে সড়ক ও জনপথ বিভাগ এবং পুলিশসহ প্রশাসনের সর্বস্তরে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

আজ শুক্রবার চাঁদপুর যাওয়ার পথে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি আরো বলেন, ভোটের সস্তা রাজনীতির কারণে অবৈধ স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না মন্ত্রী-এমপিরা।

ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার পথে মতলব-বাবুরহট- পেন্নাই সড়কের বেহাল দশা সরজমিনে  কুমিল্লার  গৌরীপুরে সাংবাদিকদের সাথে আলাপাকালে তিনি একথা বলেন। তিনি বলেন, দায়িত্ব নেয়ার পর থেকেই রাস্তাঘাটের অবস্থা দেখার জন্য দেশের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছি এবং সংস্কার কাজ চালিয়ে যাচ্ছি।

সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা ঘুম হারাম করে রাস্তা মেরামতের কাজ করে যাচ্ছে। কোথাও কর্মকর্তা-কর্মচারিদের শৈথিল্য দেখা গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে। যানজট সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মন্ত্রী বলেন. হঠাৎ করে যানজট সমস্যা পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। এ ব্যাপারে সকলের সহযোগিতা দরকার। সড়ক ও জনপথ বিভাগ এবং পুলিশসহ প্রশাসনের সর্বস্তরে যানজট নিরসনের ব্যাপারে সক্রিয় হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

গৌরীপুর বাস স্ট্যান্ডের নিকট সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা দেখে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন।

পেন্নাই-মতলব-বাবুরহাট সড়কের মেরামত কাজ তড়িৎ গতিতে সম্পন্ন করার জন্য তিনি সড়ক ও জনপথ বিভাগের লোকদের নির্দেশ দিয়ে চাঁদপুরের উদ্দেশে রওনা হন। এ সময়ে মন্ত্রীর সাথে সড়ক ও জনপথ বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।