প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী বিষয়ে উদ্বিগ্ন যুক্তরাজ্যসহ অন্যান্য দেশকে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি না করে বরং মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করতে বলেছেন।

বিশ্ব পুষ্টি সম্মেলনে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী লন্ডনে যে হোটেলে অবস্থান করছেন, গতকাল রোববার সন্ধ্যায় সেখানে দেখা করতে যান যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী অ্যান্ড্রু মিচেল। ওই সময় প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের মন্ত্রীকে এসব কথা বলেন। ইউএনবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ বিষয়ে জানান।

আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের মন্ত্রীকে জানান যে বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ; তার পরও কক্সবাজারের দুটি ক্যাম্পে মিয়ানমারের ২৮ হাজার শরণার্থীকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে।
বাংলাদেশে মিয়ানমারের শরণার্থীদের ক্রমাগত আশ্রয় নেওয়ার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার খাদ্য, ওষুধ এমনকি নিজ দেশে প্রত্যাবর্তনের আগে তাদের কিছু আর্থিক সহায়তাও দিচ্ছে।