রাজধানীর মিরপুরে র‌্যাবের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। ওই ব্যক্তি ছিনতাইকারী বলে জানিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চিড়িয়াখানা সড়কে বিসিআইসি কলেজের সামনে ওই ব্যক্তি প্রাণ হারান।

নিহতের সঙ্গে থাকা মানিব্যাগে তার একটি ছবি পাওয়া গেছে। তার পেছনে সুমন লেখা রয়েছে। ধারণা করা হচ্ছে, নিহতের নাম সুমন।

র‌্যাবের মুখপাত্র এম সোহায়েল বলেন, দুটি মোটর সাইকেলে চার ছিনতাইকারী এক মহিলার পথরোধ করে। ওই মহিলা চিৎকার দিলে কাছে থাকা র‌্যাবের একটি টহল এগিয়ে যায়।

“তখন ছিনতাইকারীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। ওই সময় একজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।”

নিহতের তিন সঙ্গী মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায় বলে এম সোয়ায়েল জানান।

ঘটনাস্থলে র‌্যাব একটি ব্যাগ পেয়েছে, ওই ঘটনার কিছুক্ষণ আগে অভিষেক নামে এক ব্যক্তির পায়ে গুলি চালিয়ে ওই ব্যাগসহ ল্যাপটপটি ছিনতাই হয়েছিল বলে র‌্যাব মুখপাত্র জানান।

ঘটনাস্থলে একটি রিভালবারও উদ্ধার করা হয় বলে তিনি জানান।