গাইবান্ধায় লালমনিরহাট থেকে শান্তাহারগামী একটি লোকাল ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে প্রায় ২৫ জন যাত্রী আহত হয়েছে।
আহতদের মধ্যে ৪ জনকে গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাইবান্ধা রেল স্টেশনের মাস্টার আব্দুল ওয়াহেদ জানান, সোমবার সকাল ১০টার দিকে গাইবান্ধা স্টেশনে ঢোকার আগে ৪৮৪ নং লোকাল ট্রেনটির মাঝের ৪টি বগি লাইনচ্যুত হয়। এ সময় যাত্রীদের চিৎকারে ট্রেনের চালক ট্রেনটি থামিয়ে দেন। কিন্তু ট্রেন থেকে লাফিয়ে পড়ে এবং ভেতরের হুড়োহুড়ি করতে গিয়ে ধাক্কা খেয়ে অর্ধ শতাধিক যাত্রী আহত হয়।
দুর্ঘটনার পর থেকে লালমনিরহাট-শান্তাহার এবং দিনাজপুর-শান্তাহার পথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেল যোগাযোগ চালু করার জন্য বোনারপাড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছেছে বলে স্টেশন মাস্টার জানান।
গাইবান্ধা রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবুল কাসেম জানান, রেল লাইনের স্লিপারগুলো নষ্ট হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।