শনিবার খুলনার রূপসা নদীতে বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় ৭ম বারের মতো নৌকাবাইচের আয়োজন করা হবে।

খুলনা নগর সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করেছে।  

 এবারের নৌকাবাইচে খুলনাঞ্চলের ১৮টি দল অংশ নেবে। দুপুর ২টায় খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে কাষ্টমঘাটে বাইচের উদ্বোধন করবেন।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, নৌ-বাহিনীর কমাডোর এমএম রাজিব, খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল জলিল,  কেএমপি কমিশনার শফিকুর রহমান, খুলনা জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী।

বাইচ শেষে রূপসা সেতুর নিচে সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।