লাইব্রেরীতে গিয়ে খাতায় পিন মারার অপরাধে শিক্ষকের বেত্রাঘাতে পঞ্চম শ্রেণীর এক ছাত্রী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার এনায়েতপুর বে-সরকারী রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে। এ ঘটনায় ওই ছাত্রীর মা রতনা বেগম বিচারের দাবীতে থানায় অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, ওই বিদ্যালয়ের অধ্যায়নরত পঞ্চম শ্রেণীর ছাত্রী মোছা. আখি আখতার প্রতিদিনের ন্যায় সকালে বিদ্যালয়ে উপস্থিত হন। দুপুর সাড়ে ১২ টার সময় ওই ছাত্রী খাতায় পিন মারার জন্য লাইব্রেরীতে প্রবেশ করেন। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডিপটি মিয়া ক্ষিপ্ত হয়ে তাকে কাঠের স্কেল দিয়ে বেদমভাবে বেত্রাঘাত করেন। এতে ওই ছাত্রীর হাত, পা ও পিঠে বেত্রাঘাতের কারণে ফুলা জখম হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে বিদ্যালয়ের অন্য সহকারী শিক্ষকরা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন।
এ ঘটনা ছাত্রীর অভিভাবকরা জানতে পেরে বিদ্যালয়ে গেলে সহকারী শিক্ষক অবস্থা বেগতিক দেখে কৌশলে বিদ্যালয় ত্যাগ করেন।
অভিযুক্ত শিক্ষক ডিপটি মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার মতামত পাওয়া যায়নি।
সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ মজনুর রহমান অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।