সৌদি আরবে আট জন বাংলাদেশীর মৃত্যুদণ্ড ঠেকাতে বাংলাদেশের দূতাবাসের যথাযথ ভূমিকা ছিল কি না, সে প্রশ্নে হাইকোর্ট কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।

ঢাকায় একটি মানবাধিকার সংগঠনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার আদালত এই নোটিশ জারি করে।বাংলাদেশী নাগরিকদের মৃত্যুদন্ড ঠেকাতে সেখানে দূতাবাসের ভূমিকা চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন আকারে জানাতে দূতাবাসকে আদেশ দিয়েছে আদালত। পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবকে নিয়ে দুটি তদন্ত কমিটি গঠন করে দূতাবাসের ভূমিকা খতিয়ে দেখে আদালত আট সপ্তাহের মধ্যে প্রতিবেদন পেশ করার আদেশ দিয়েছে।

এছাড়াও ঐ আটজন বাংলাদেশীর জীবন বাঁচাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদক্ষেপ গ্রহণে ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না আদালত তাও জানতে চেয়েছে। অন্যদিকে বিদেশে কর্মরত বাংলাদেশী নাগরিকদের প্রয়োজনে আইনগত সহযোগিতা দিতে কেন নির্দেশ জারি করা হবে না এই মর্মে সরকারের ওপর কারল দর্শানোর নোটিশও দিয়েছে আদালত।

এক মিশরীয়কে হত্যার দায়ে গত শুক্রবার রিয়াদে আট জন বাংলাদেশীর শিরশ্ছেদ করা হয়।