নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাটের টোল আদায়ের ঘর ব্যাপক ভাংচুর করেছে। তবে এ ঘটনায় নিখোঁজের কোনো সংবাদ পাওয়া যায়নি।

সোমবার সকাল সাড়ে ৭টায় নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়া ঘাটের বন্দর ঘাট এলাকায় ট্রলারডুবির এ ঘটনা ঘটে।

আহত যাত্রী ইকবাল আহম্মেদসহ প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টা ২৫ মিনিটে বন্দর ঘাট থেকে ৮০-৯০জন যাত্রী নিয়ে একটি ট্রলার ছেড়ে আসে। তবে ১০-১২ হাত দূরে যেতে না যেতেই ট্রলারটি তলা ফেটে ডুবে যায়। তখন ট্রলারে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকে। এসময় অন্য নৌকায় করে আসা লোকজন তাদের উদ্ধার করে। এতে ইকবাল, সোহেল, আরিফ, সানজিদাসহ অন্তত ২০ জন যাত্রী আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় বিক্ষুব্ধ যাত্রীরা নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় টোল আদায়ের ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।

যাত্রীদের অভিযোগ, ৪টি ট্রলার চলাচলের নিয়ম থাকলেও সেখানে ২টি ট্রলার যাতায়াত করছে। ট্রলারে অতিরিক্ত যাত্রী বহনের কারণে প্রায় সময়েই দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, উত্তেজিত জনতা ঘাটে টোল আদায় কেন্দ্র ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ট্রলারডুবির ঘটনায় প্রাথমিকভাবে নিখোঁজ হওয়ার কোনো খবর নেই বলেও জানিয়েছেন ওসি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর ইজারাদারদের লোকজন পালিয়ে গেছে। ঘটনার পর থেকে পৌনে ৯টা পর্যন্ত উভয় পাড়ে নৌকা চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।