শেরপুর সরকারী ভিক্টোরিয়া একাডেমি কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার গণিত পরীক্ষা চলাকালে গতকাল সকালে একাধিক খাতা পরীক্ষা হলের বাইরে পাচারের পর এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ দিয়েছে কর্তব্যরত শিক্ষকরা। আটককৃত শিক্ষার্থী শেরপুর জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের স্টাডি সেন্টারের মোঃ কামাল হোসেন।

পুলিশ ও শিক্ষক সূত্রে জানা গেছে, শিক্ষার্থী কামাল হোসেন পরীক্ষা চলাকালে ৩টি খাতা নিয়ে ২টি খাতা বাইরে পাঠিয়ে দেয়। এ সময় শিক্ষকদের সন্দেহ হলে তারা খাতাগুনে খাতা কম থাকায় তাকে চ্যালেঞ্জ করে। পরে তাকে নিয়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে খাতাগুলো উদ্ধারের পর পুলিশে সোর্পদ করা হয়।

এ ঘটনায় পুলিশের ডিবি ইনস্পেকটর নজরুল ইসলাম জানান, শিক্ষার্থী কামাল হোসেন এর কাছে কিভাবে এতগুলো খাতা গেল তা জিঙ্গাসাবাদ করা হচ্ছে। এর আগে গত ২৯ জুন বাউবির পরীক্ষা চলাকালে জিকে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাসায় বসে পরীক্ষা দেওয়ার সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শিক্ষার্থীসহ ৫ জন কে গ্রেফতার করে ডিবি পুলিশ।