পরিবহন শ্রমিক নেতাদের ওপর হামলার প্রতিবাদে শেরপুরে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস ধর্মঘট শুরু হয়েছে।
আকস্মিক এ ধর্মঘটে বিপাকে পড়েছে দূরপাল্লার যাত্রীরা। বুধবার ভোরে বাস টার্মিনালে ও টিকেট কাউন্টারগুলোর সামনে এসে যাত্রীদের ফিরে যেতে দেখা যায়।
জেলার বাস মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন মঙ্গলবার রাত দেড়টার দিকে এই ধর্মঘটের ডাক দেয়।
শেরপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করে ফেরার সময় ময়মনসিংহের শম্ভুগঞ্জ সেতুর কাছে শেরপুরের শ্রমিক নেতাদের ওপর কিছু উশৃঙ্খল শ্রমিক হামলা চালায়।
“এতে শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহীদ ও শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা আহত হন।”
এ সময় শ্রমিকরা ময়মনসিংহ থেকে শেরপুরগামী কয়েকটি বাসও ভাংচুর করে বলে তিনি জানান।
বাস ধর্মঘটের কারণে ঢাকা-শেরপুর রুটে চলাচলকারী বাসসহ শেরপুর থেকে টাঙ্গাইল এবং কুড়িগ্রামের রাজিবপুর এবং রৌমারী থেকে ঢাকাগামী বাস চলাচলও বন্ধ রয়েছে।
হঠাৎ করে বাস বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়া যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
শেরপুর থেকে ঢাকা যাওয়া জন্য টার্মিনালে এসে ধর্মঘটের কথা শুনে অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ বলেন, “মানুষকে এভাবে হয়রানি করার কোনো মানে হয় না।”