বাংলাদেশিদের জন্য  সব ধরনের ভিসা দেয়া বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত। ভুয়া নথি নিয়ে জটিলতা এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিষয়টি সুরাহা করার চেষ্টা শুরু হয়েছে।

মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম গাল্ফ নিউজের এক প্রতিবেদনে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আত্তীকরণ ও আবাসন বিভাগের অ্যাসিট্যান্ট আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল আল আওয়াদি আল মেনহালি বলেছেন, বাংলাদেশিদের ভিসা না দেয়ার বিষয়টি সাময়িক, এটা নিষেধাজ্ঞা নয়।বাংলাদেশ সরকার কিছু বিষয়ে পদক্ষেপ নিলেই পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে আসবে।

তাছাড়া যেসব বাংলাদেশি বর্তমানে বৈধভাবে আরব আমিরাতে অবস্থান করছেন, তাদের ভিসার মেয়াদ বা ওয়ার্ক পারমিট নবায়নের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না বলে  গাল্ফ নিউজ হতে জানা যায়।

আরব আমিরাতে  রাষ্ট্রদূত মো. নাজমুল কাওনাইন এবং দুবাইয়ে কন্সাল জেনারেল মো. আবু জাফর এ বিষয়ে জানিয়েছেন, ভিসা বন্ধের এ সিদ্ধান্ত সাময়িক।

সেখানে যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধানের উদ্যোগ ইতোমধ্যে নেয়া হয়েছে।