সচিবালয়ে আগুন

bnn24

Bybnn24

অক্টো ৭, ২০১২

শনিবার রাত প্রায় এগারোটার সময়  সচিবালয়ের  ৯ নম্বর বিল্ডিংয়ে প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টের  ফটো সেকশনে কলিং বেলের সুইচে শর্ট সর্কিটের কারণে আগুন লাগে। আগুনের ফুলকি মেঝেতে পড়ে মেঝের কার্পেটে আগুন লাগে। ধোঁয়া ছড়িয়ে পড়ে আশেপাশে। শুরু হয় দৌঁড়াদৌঁড়ি।

পাশেই নিউজরুম খোলা ছিলো। প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টের  গাড়ির ড্রাইভার মিজানুর রহমান আগুন নেভানোর যন্ত্র নিয়ে আগুন নেভাতে সক্ষম হন। এতে সময় লাগে প্রায় ১৫ মিনিট। এরই মধ্যে খবর দেওয়া হয় দমকলে। দমকলের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত দেখেন।