অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে লন্ডনে পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকাল ৮টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এই সফরে শেখ হাসিনার সঙ্গে ছিলেন।

গত ২৫ জুলাই যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়ে ওইদিনই লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি অবস্থান করেন হোটেল সেইন্ট প্যানক্রাস রেনেসাঁয়।

সফরের প্রথম দিন তিনি যুক্তরাজ্যভিত্তিক বাংলা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে ইফতার করেন এবং তাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। পরদিন বৃহস্পতিবার কনমওয়েলথের মহাসচিব কমলেশ শর্মা হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এছাড়া ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ, যুক্তরাজ্যের সর্বদলীয় সংসদীয় দল এবং বৃটিশ পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা লেবার পার্টির এডওয়ার্ড মিলিব্যান্ডও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক করেন।

২৭ জুলাই বিকালে বাকিংহাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথের দেওয়া রাজকীয় সংবর্ধনায় যোগ দেন শেখ হাসিনা। ওইদিন সন্ধ্যায় লন্ডনে অলিম্পিক গেমসের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি।

এছাড়া সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের প্রতিনিধিদল, সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের প্রতিনিধিদল, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এবং বাংলাদেশ ক্যাটারারস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দও আলাদাভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে।

এই সফরে বিবিসি, আলজাজিরাসহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকেও সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা।