বিভিন্ন কেন্দ্র থেকে আসা প্রাথমিক ফলাফলের সংবাদে আইভির বাড়ির সামনে সমর্থকরা উল্লাস করছে। ভোট গণনার বেসরকারি ফলে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন সেলিনা হায়াৎ আইভী। মেয়র নির্বাচনের ফলাফল পক্ষে এলেও সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সেলিনা হায়াৎ আইভীর নির্বাচন সমন্বয়ক। বিকেলের পর থেকে দেওভোগের বাড়ির চিত্র বদলে গেছে। আইভি বাড়ির ভেতরে বিকেল অবস্থান করছেন। তার বাড়িতে স্থাপিত মিডিয়া সেন্টার থেকে ইভিএমে ভোট নেয়া বিভিন্ন কেন্দ্রের ভোট গণনায় আইভীর এগিয়ে থাকার খবর প্রচার হচ্ছে। প্রাথমিক ফল জানাতে আইভীর বাড়িতেই একটি বড় পর্দা বসানো হয়েছে। প্রজেক্টরের মাধ্যমে এখানে প্রাথমিক ফল তুলে ধরছেন তার কর্মীরা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে সন্ধ্যা ৬টা ২০ মিনেটে ২টি কেন্দ্রের বেসরকারি ফল ঘোষণা হয়। আনারস প্রতীকে নির্বাচনে থাকা বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর ভোটগ্রহণের মাত্র সাত ঘণ্টা আগে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। তবে নির্বাচন কমিশন বলেছে, তৈমুর প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।