ইসলামিক সম্মেলনের বিশেষ অধিবেশনে যোগ দেওয়াসহ পাঁচ দিনের সরকারি সফরে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান আগামী ১২ অগাস্ট রাতে সৌদি আরব যাচ্ছেন।

আগামী ১৪ ও ১৫ অগাস্ট মক্কায় এ সম্মেলনের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। সৌদি বাদশাহ এ সম্মেলনের আয়োজন করেছেন।

বঙ্গভবনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে রাষ্ট্রপতি এই সম্মেলনে যোগ দিচ্ছেন।

এতে বাংলাদেশসহ ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা যোগ দেবেন। রাষ্ট্রপতিও এ সম্মেলনে ভাষণ দেবেন।

সম্মেলনে মুসলিম বিশ্বের বর্তমান অবস্থা, সমস্যা ও সমাধানের উপায় নিয়ে আলোচনা হবে।

সম্মেলনে যোগ দেওয়ার রাষ্ট্রপতি মক্কায় ওমরাহ পালন করবেন। আগামী ১৭ অগাস্ট রাষ্ট্রপতি দেশে ফিরবেন।