সন্ত্রাসীদের ছোড়া গুলি ও বোমায় গুরুতর আহত হয়েছেন সাতক্ষীরার তালার খেসরা ইউপি সদস্য রাশেদ সানা (৫০)। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সাদ্দাম হোসেন ও আব্দুল জলিল নামে দুই ব্যক্তিকে আটক করেছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত সোমবার রাতে রাশেদ সানা তার সঙ্গীদের সঙ্গে স্থানীয় বালিয়া গ্রামের এক বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাকে জোর করে ধরে নিয়ে যায়। সেখানে তাকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করতে থাকে। রাশেদ দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে বোমা ছোড়ে সন্ত্রাসীরা। আহত অবস্থায় তাকে প্রথমে তালা এবং অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।