সাভারের বক্তারপুর পোড়াবাড়ী এলাকায় তিন রাস্তার মোড়ে মাছ ব্যবসায়ী ঠাকুর চন্দ্র রাজবংশীকে (৩৮) এলোপাতাড়ি কুপিয়ে খুন করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুর রাজবংশী বাড়ি থেকে বের হয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় ৮/১০ জনের একদল সন্ত্রাসী তার গতিরোধ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে । এ সময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এলাকাবাসী গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সাভার থানা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার কিছু বখাটে যুবক ঠাকুর রাজবংশীর কাছে চাঁদা দাবি করে আসছিল। কিন্তু ঠাকুর তাদের টাকা দিতে অস্বীকার করায় তাকে নৃশংসভাবে খুন করেছে সন্ত্রাসীরা।
খবর পেয়ে সাভার থানা পুলিশ পোড়াবাড়ি এলাকায় অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি।
এ ব্যাপারে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।