সিরাজগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, শুক্রবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সযোগ সড়কের কোনাবাড়ী নামক স্থানে উত্তরবঙ্গ থেকে ঢাকা গামী গরু বোঝাই ট্রাকের সাথে একই দিক থেকে আসা আম বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়।
এ সময় বিপরিত দিক থেকে আসা বিসমিল্লাহ পরিবহনের একটি যাত্রিবাহী বাসের সাথে ট্রাকের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত হয়। আহত হয় ট্রাক ও বাসের চালক সহ অন্তত ১৫ জন । আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনায় ট্রাকে থাকা ৮টি গরু মারা যায়।