সুনেত্র গ্যাসক্ষেত্রে অনুসন্ধান কূপ খননের কাজ শুরু করেছে তেল-গ্যাস অনুসন্ধানে রাষ্ট্রয়াত্ত প্রতিষ্ঠান বাপেক্স। সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার শেলবরস ইউনিয়নের গাবি গ্রামে রিগ বসিয়ে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় কূপ খনন শুরু হয়েছে।
সুনামগঞ্জ ও নেত্রকোনা এ দুই জেলার প্রায় চারটি উপজেলাজুড়ে গ্যাসক্ষেত্রটির অবস্থান চিহ্নিত করা হয়েছে।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মর্তুজা আহমেদ ফারুক বলেন, এই গ্যাসক্ষেত্রটি দেশের অন্যতম বড় গ্যাসক্ষেত্র হিসেবে আবিষ্কৃত হবে বলে তাঁরা আশা করছেন। দুই মাসের মধ্যে এই অনুসন্ধান কূপ খননের কাজ সম্পন্ন হবে। তখনই ফলাফল জানা যাবে। আবিষ্কৃত হলে এটি হবে দেশের ২৬তম গ্যাসক্ষেত্র।