সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। তারা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানায় গোয়েন্দা পুলিশ।

বুধবার সকালে গোয়েন্দা পুলিশ সাংবাদিকদের কাছে এ চারজনের গ্রেফতারের কথা জানায়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) মোল্লা নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম মামুন (২০), রফিকুল ইসলাম খোকন (২২), আকবর আলী লালু (২৫), আল আমীনকে (২৫) গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিকভাবে তারা এ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান নজরুল ইসলাম।

গত ৫ মার্চ রাত ১টার দিকে গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯/বি নম্বর বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী (৪৫ )। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে এই সৌদি নাগরিকের মৃত্যু হয়।