রাজধানীর পান্থপথের একটি রেস্তোরাঁ থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের সদস্য সন্দেহে ৩৫ জনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েল জানান, রোববার রাতে আশিয়ানা নামের একটি রেস্তোরাঁ থেকে তাদের আটক করা হয়।

“হিজবুত তাহরিরের সদস্যরা ইফতারের নামে গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। আটক ৩৫ জনের মধ্যে ২৭ জন হিজবুত তাহরিরের সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। বাকিদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।”

এম সোহায়েল জানান, রাতে এদের মধ্যে ২১ জনের বাসায় তল্লাশি চালিয়ে বেশ কিছু লিফলেট উদ্ধার করা হয়েছে।