প্রয়াত লেখক হুমায়ূন আহমেদকে নিয়ে বির্তক সৃষ্টি না করতে সবার প্রতি আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, “তার মৃত্যুকে নিয়ে যারা মামলা-মোকদ্দমা করছেন, তাকে ছোট কিংবা খাটো করার চেষ্টা করছেন। তাদের বলব, দয়া করে এই কাজ থেকে বিরত থাকুন।”

শনিবার বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস আয়োজিত এক আলোচনা সভায় ফখরুল এই আহ্বান জানান।

ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন গত ১৯ জুন নিউ ইয়র্কে মারা যান। চিকিৎসায় গাফিলতির কারণে মৃত্যু হয়েছে অভিযোগ করে সম্পতি চট্টগ্রামে লেখকের স্ত্রী ও প্রকাশকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

হুমায়ূন স্মরণে জাসাসের ওই সভায় ফখরুল বলেন, “হুমায়ুনের ব্যক্তি জীবন ও সহায়-সম্পদ নিয়ে বির্তক সৃষ্টি করে তার ক্ষতি করা যাবে না। তিনি লেখনীর মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে চিরঞ্জীব হয়ে আছেন, থাকবেন।”

হুমায়ূন আহমেদ নিজের সৃষ্টিকর্মের মাধ্যমে বাংলা ভাষাভাষী কোটি মানুষের হৃদয়ে স্থান দখল করে আছেন, বলেন তিনি।

বই পড়তে তরুণদের আগ্রহী করে তুলতে হুমায়ূনের অবদান স্মরণ করে ফখরুল বলেন, ‘তরুণ সমাজ যখন পাঠ্যবইয়ের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছিল তখন তিনি তাদের বাইরে এনে অন্য বই পড়তে প্রেরণা যুগিয়েছিলেন। তিনি বন্ধ্যা রাজনৈতিক যুগে তরুণদের বইমনস্ক করেছেন।

বিজয়নগরে হোটেল একাত্তরের এই আলোচনা সভায় কবি আবদুল হাই শিকদার হুমায়ুন আহমেদের মৃত্যু নিয়ে মামলায় ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, “একজন নন্দিত লেখকের মৃত্যু নিয়ে মামলা করাটা দুঃখজনক। আমি শুনেছি, চট্টগ্রাম মহানগর আদালতে একটি হত্যা মামলা হয়েছে। সেখানে আমার অনুমতি ছাড়া আমাকে সাক্ষী করা হয়েছে। এই ব্যাপারটির সঙ্গে হুমায়ুন পরিবারের সঙ্গে আমিও মর্মাহত ও ক্ষুব্ধ।”

জাসাস সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় কবি আবু সালেহ, কবি আল মুজাহিদী, বিএনপির সাংস্কৃতিক সম্পাদক গাজী মাজাহারুল আনোয়ার, ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালাম, জাসাস সাধারণ সম্পাদক মনির হোসেন বক্তব্য রাখেন।