ক্ষমতাশীন দলের একটি সংগঠনের পক্ষ থেকে সদ্য প্রয়াত নন্দিত লেখক হুমায়ূন আহমেদকে সমাহিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলের চিপ হুইপ জয়নাল আবদিন ফারুক।

 

তিনি বলেন, ‘‘হুমায়ূন আহমেদ আওয়ামী লীগ বা বিএনপির নয়, সবার। কোনো দলীয় সংগঠন থেকে কবরস্থ না করে তাকে রাষ্ট্রীয় বা পারিবারিকভাবে সমাহিত করতে হবে। আমরা সবাই মিলে তাকে শেষ শ্রদ্ধা জানাতে চাই।’’

 

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদ আয়োজিত ‘শিক্ষাঙ্গনে দলীয়করণ ও সন্ত্রাস, পদ্মা সেতুর নামে চাঁদাবাজি, দব্যমূল্যের উর্ধ্বগতি জনগণের নাবিশ্বাস’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

 

বতর্মান সরকার ঘুষখোর সরকার উল্লেখ করে তিনি বলেন, ‘‘সরকারের সৎ সাহস থাকলে আবুল হোসেনকে নিয়ে বিশ্বব্যাংকের দেয়া চিঠি প্রকাশ করতো। আসলে সরকারের সেই সৎ সাহস নেই। কারণ এই সরকার ঘুষখোরদের সরকার, দুর্নীতিবাজদের সরকার।’’

 

তিনি বলেন, ‘‘দেশ আজ চরম সংকটের মধ্যে আছে। দব্যমূল্য, আইনশৃংঙ্খলা সবদিক দিয়ে ব্যর্থ সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে। এখন বিরোধী দলের নেতা কর্মীরা জণগণের কথা বললে তাদের ওপর জেল-জুলুম-নির্যাতন  চলে।’’

 

বুয়েট পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এই সরকার ক্ষমতায় গিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান দলীয়করণ করেছে। গত তিন বছরের শিক্ষা প্রতিষ্ঠানের দলীয় করণের ফলেই আজ দেশের বড় বড় বিদ্যাপিঠ গুলোতে এই নৈরাজ্যকর অবস্থা বিরাজ করছে।’’

 

সংগঠনের উপদেষ্টা মেজর অব. এমএ মেহবুব রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয় গণতান্তিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, স্বাধীনতা ফোরাম সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহ, যুবদলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য গিয়াস উদ্দিন মামুন ও তেজগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান করিব।