আজ মৃত্যুর চল্লিশ দিন পূর্ণ হচ্ছে নন্দিত লেখক হুমায়ূন আহমেদের। জনপ্রিয় এ লেখকের চেহলাম উপলক্ষে তাই পরিবারের পক্ষ থেকে মিলাদ, কোরান তেলাওয়াত এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। হুমায়ূন আহমেদের মা, ভাই-বোন ও গুলতেকিন খান সন্ধ্যায় ঢাকায় চেহলামের আয়োজন করেছে। এদিকে মেহের আফরোজ শাওনও দুপুরে গাজীপুরের নুহাশ পল্লীতে চেহলামের আয়োজন করেছে বলে জানা গেছে। নুহাশ পল্লীর ব্যবস্থাপক মো. সাইফুল সাংবাদিকদের বলেন, সাবেক ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের ৭-৮টি এতিমখানার দেড় থেকে দুইশ’ শিক্ষার্থী সকাল থেকে নুহাশ পল্লীতে কোরান তেলাওয়াত শুরু করবে। মিলাদ, দোয়া ও কবর জিয়ারতের পর দুপুরের খাবারের মধ্য দিয়ে চেহলাম শেষ হবে। এতে মেহের আফরোজ শাওন, তার মা তহুরা আলী, বাবা মোহাম্মদ আলীসহ বন্ধু ও স্বজনরা যোগ দেবেন। লেখকের সাবেক স্ত্রী ও মা-ভাইয়েরা চেহলামের আয়োজন করেছে ঢাকার বনানীর (ডিওএইচএস) একটি কমিউনিটি সেন্টারে। হুমায়ূন আহমেদের ছোট ভাই কার্টুনিস্ট আহসান হাবীব বলেন, সন্ধ্যা সাড়ে ৬টায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে মা আয়েশা ফয়েজ, সাবেক স্ত্রী গুলতেকিন খান, ছেলে, মেয়ে, ভাই জাফর ইকবালসহ পরিবারের স্বজন-বন্ধুরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, জনপ্রিয় এই লেখক ক্যানসারে আক্রান্ত হয়ে ৬৪ বছর বয়সে গত ১৯ জুলাই আমেরিকার বেলভ্যু হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরে নিজের প্রিয় নন্দনকানন নুহাশ পল্লীতেই হুমায়ূন আহমেদকে দাফন করা হয়।