জননন্দিত কথাসাহিত্যক হুমায়ূন আহমেদের মরদেহ রোববার আসার কথা প্রথমে বলা হলেও এখন তা একদিন পিছিয়ে গেছে।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন শনিবার সকালে সাংবাদিকদের জানিয়েছেন, এমিরেটসের একটি ফ্লাইটে সোমবার সকালে লেখকের মরদেহ ঢাকায় পৌঁছবে।

জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপদেষ্টা হুমায়ূনের মরদেহ ও স্বজনদের ফেরার বিমান টিকিট সরকারের পক্ষ থেকে করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, “মরদেহসহ লেখকের ঘনিষ্ঠজনদের টিকিটের ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার। নিউইয়র্ক সময় শনিবার রাত ১১ টা ২০ মিনিটে অ্যামিরেটসের ফ্লাইট (নম্বর ২০৩) হুমায়ূনের কফিন নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবে।”

ওই বিমানে ফিরছেন হুমায়ূনের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই শিশু সন্তান নিষাদ ও নিনীত, ভাই মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমিন হক, শাশুড়ি তহুরা আলী, প্রকাশক মাজহারুল ইসলাম।