বৃহস্পতিবার গভীর রাতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর গোলচত্বর এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০টি কঙ্কালসহ এক চিকিৎসককে আটক করেছে র্যাব।
আটক মো. তানভীর চলতি বছর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করেছেন বলে র্যাব ১২-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এ টি এম আনিসুজাজামান জানান।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল পরিবহনের বাসটিতে তল্লশি চালায়। এ সময় তানভীরের কাছে থাকা দুটি কালো ব্যাগের মধ্যে ১০টি কঙ্কাল পাওয়া যায়।
তানভীল কঙ্কালগুলো অবৈধভাবে রাজশাহী থেকে ঢাকা নিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ করেন এই র্যাব কর্মকর্তা।
কঙ্কালগুলো ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।