বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনার দুই মামলার অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে। অভিযোগ গঠনের শুনানি পরবর্তী তারিখ ৯ই অক্টোবর। ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ শুনানি গ্রহণ করছেন।
এর আগে আসামিপক্ষে মামলা অভিযোগ গঠনের শুনানি পিছানোর আবেদনের প্রেক্ষিতে গত ২৭ সেপ্টেম্বর মামলার শুনানি মুলতবী করা হয়েছিল।২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় অন্তত ২৪ জন নিহত হয়। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার শ্রবণ ইন্দ্রিয়।
সম্পূরক চার্জশিটের ৩০ আসামির মধ্যে তারেক রহমান, হারিছ চৌধুরী, কায়কোবাদসহ এখনও ১১ জন পলাতক আছেন। জামিন প্রাপ্ত একমাত্র আসামি আরিফুল ইসলাম আরিফ আদালতে হাজির ছিলেন।