দেশে গত ৬০ বছরের সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্প হয়েছে গতকাল রোববার সন্ধ্যায়। এ কথা বলেছেন, বাংলাদেশ আর্থ কোয়াক সমিতির সাধারন সম্পাদক এবং ভূমিকম্প বিশেষজ্ঞ ড. মেহেদী আহমেদ আনসারী। তিনি বলেন, গত ৫০/৬০ বছরে এতো বড় ভূমিকম্প বাংলাদেশের সীমান্ত এলাকায় হয়নি। তিনি বলেন, এ ভূমিকম্প অনুভুত হয় দুই মিনিটের সামান্য কম সময়ে, যা বিশ্বের যে কোনো বড় ভূমিকম্পের প্রায় কাছাকছি। তিনি বলেন, এর উৎপত্তিস্থল ছিল হিমালয় সংলগ্ন সিকিম। এর মাত্রা ছিল ভয়াবহ, কারণ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্টের অনেক ওপরে। ভুমিকম্পের উৎপত্তিস্থলের কাছে হওয়ার কারনে সবচেয়ে বেশি অনুভূত হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ে। এছাড়া খুলনা, সাতক্ষীরাসহ সীমান্ত সংলগ্ন জেলাগুলোতে ভূমিকম্পের মাত্রা ছিল বেশি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের সহযোগী অধ্যাপক বলেন, ‘ভূমিকম্পের সবচেয়ে বড় ঝুকি রয়েছে আগামী কাল পর্যন্ত।’