লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি৩ এর আয়োজিত ১-৭ অক্টোবর ২০১১ লায়ন্স সেবা সপ্তাহ উদ্যাপন করা হয়। এক সপ্তাহে ১২২টি সেবা কার্যক্রমের মাধ্যমে প্রায় ৪৫,০০০ সাধারণ মানুষকে সরাসরি সেবা প্রদান করেছে লায়ন্স জেলা ৩১৫ বি৩ এর বিভিন্ন ক্লাবসমূহ। ৮ অক্টোবর ২০১১ বিশ্ব লায়ন্স দিবস। এ উপলক্ষে এবং সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধানমন্ডি (রোড নং-৩), ম্যারিয়ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। জেলা গভর্ণর লায়ন মো: হারুনুর রশিদ এডভোকেট এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথি ছিলেন প্রাক্তণ আন্তর্জাতিক পরিচালক লায়ন শেখ কবির হোসেন ও লায়ন মোসলেম আলী খান, সম্মানীয় অতিথি ছিলেন মাল্টিপল কাউন্সিল চেয়ারম্যান লায়ন একে রেজাউল হক, আন্তর্জাতিক পরিচালক (মনোনীত) লায়ন কাজী আকরামউদ্দিন আহমদ ও লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন শেখ তৈয়েবুর রহমান। আলোচনায় অংশ নেন ১ম ভাইস জেলা গভর্ণর লায়ন মো: ওয়াদিুর রহমান আজাদ, ২য় ভাইস জেলা গভর্ণর লায়ন মো: গোফরানুল হক ও জেলার উপদেষ্টা কাউন্সিলের চেয়ারম্যান লায়ন কে এম আকতারুজ্জামান। স্বাগত বক্তব্য দেন সেবা সপ্তাহের চেয়ারম্যান শামসুল আলম খোকন এবং সেবা সপ্তাহের প্রতিবেদন উপস্থাপন করেন সেবা সপ্তাহের কো চেয়ারম্যান লায়ন জাফর শাহরিয়ার সালাম। ধন্যবাদ বক্তব্য দেন জেলার কেবিনেট সেক্রেটারী লায়ন এজেডএম শামসুল হুদা।
সম্পূর্ণ সেবা সপ্তাহের মিডিয়া পার্টণার ছিলো বিএনএন২৪.কম, একুশে টেলিভিশন, দৈনিক কালের কন্ঠ ও ডেইলী সান।
![](https://www.bnn24.com/wp-content/uploads/2022/11/b-b-logo.jpg)