কক্সবাজারের রামুতে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ মন্দির এবং বসতবাড়ি পরিদর্শনে সোমবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরসূচিতে বলা হয়েছে, বেলা ১১টায় প্রধানমন্ত্রী কক্সবাজার পৌঁছাবেন। কক্সবাজার  পৌঁছে তিনি রামু যাবেন। সেখানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও অনুদানের চেক বিতরণ করে বেলা ১টায় তিনি কক্সবাজারে ফিরবেন। কক্সবাজার পৌঁছে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বিকাল সাড়ে ৩টায় তার কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।