সেফ আইটি সার্ভিসেস লি. বাজারে নিয়ে এসেছে এলসিডি মনিটরের জন্য আইগ্রিন ব্র্যান্ডের অত্যাধুনিক এক্সটারনাল টিভি কার্ড।
এলটি-৩৭০ মডেলের এই টিভি কার্ডটি অত্যাধুনিক প্রগ্রেসিভ স্ক্যান প্রযুক্তি এবং স্বচ্ছ ইমেজ কোয়ালিটি ও ১৯২০ বাই ১২০০ উচ্চ রেজুলেশনসম্পন্ন, ফলে হোম থিয়েটারের মজা উপভোগ করা যাবে।
পিকচার-ইন পিকচার (পিআইপি) ফাংশন থাকায় পিসি ব্যবহার করার পাশাপাশি মনিটরে একই সঙ্গে টিভি প্রোগ্রাম উপভোগ করা যায়। শব্দ শোনার জন্য রয়েছে উন্নতমানের বিল্ট-ইন স্পিকার, এছাড়া আলাদা স্পিকার ব্যবহার করার জন্য রয়েছে সংযোগ সুবিধা।
মাল্টিপল এভি ইনপুট/আউটপুট পোর্ট থাকায় টিভি কার্ডটির সঙ্গে ডিভিডি, ভিসিডি বা এমপিথ্রি প্লেয়ার সংযোগ দিয়ে মুভি বা গান উপভোগ করা যাবে।
সম্পূর্ণ রিমোট নিয়ন্ত্রিত এক্সটারনাল টিভি কার্ডটির দাম পড়বে ২,০০০ টাকা।
যোগাযোগ: ০১৮১৭১৪৯৩০৫।