অ্যাপাসার ব্রান্ডের তিনটি নতুন মডেলের মেমরি কার্ড বাজারে এনেছে কম্পিউটার সোর্স। কার্ডগুলোর সাথে রয়েছে একটি ইউএসবি কার্ড রিডারও। ফলে ক্যামেরা কিংবা মুঠোফোনে ছাড়াও এই মেমরি চিপটি পেনড্রাইভের মতো ব্যাবহার করা যায় অনায়াসে।
নতুন এই মেমরি কার্ডে ৮ জিবি ধারণ ক্ষমতার এসডি কার্ডের MICOSDHC CLASS4 দাম ৯০০টাকা, ১৬ জিবি APACER MICOSDHC CLASS4 এসডি কার্ডের দাম এক হাজার ৪০০ টাকা এবং ৩২ জিবি APACER MICOSDHC CLASS4 32GB এই কার্ডের দাম দুই হাজার ৯০০ টাকা।
প্রসঙ্গত, প্রডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টিযুক্ত micro sdhc মডেলের মেমরি কার্ডটি বাংলাদেশে প্রথমবারের মতো দেশের বাজারে এসেছে।