ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি’তে (ডিআইআইটি) অ্যান্ড্রয়েড এন্ড মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট বিষয়ে সেমিনারের আয়োজন করা হয়েছে।

আগামী ১৪ জুলাই ২০১২ ইং, ডিআইইউ মিলনায়তনে অনুষ্ঠিতব্য সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর প্রেসিডেন্ট মাহবুব জামান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট সফটওয়্যার বিশেষজ্ঞ ও ডিআইআইটির এন্ড্রয়েড ট্রেইনার আহসানুল করিম।

বাংলাদেশ মোবাইল এপ্লিকেশন তৈরি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে, কর্মসংস্থান হতে পারে বহু ইয়ং টেলেন্টদেও এবং দেশ হতে পারে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। সে জন্য মোবাইল এপ্লিকেশন ডেভেলপ করার জন্য প্রশিতি ও দ জনবল প্রয়োজন।

এ লক্ষ্যে দক্ষ ডেভেলপার তৈরি করার জন্য ডেফোডিল ইনষ্টিটিউট অব আইটি (ডিআইআইটি) এনড্রয়েড এন্ড মোবাইল প্রযুক্তি বিষয়ে সেমিনার করার  উদ্যোগ গ্রহণ করেছে। কমপে এইচএসসি পাশ যে কেউ উক্ত সেমিনারে অংশগ্রহণ করতে পারবে। রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ১২ জুলাই ২০১২। ফ্রি রেজিষ্ট্রেশনের জন্য লগ অন করুন:-www.diit.info

বিস্তারিত: ডিআইআইটি: বাড়ী# ০৭, রোড# ১৪ (নতুন), ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯। ৯১১৭২০৫, ০১৭১৩৪৯৩১৬৩।