গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে নিয়ে এসেছে বিশ্বখ্যাত আসুসের সাড়া জাগানো অত্যাধুনিক ইটি২৪১০ইইউটিএস এবং ইটি২৪১০আইইউটিএস মডেলের ২টি মাল্টি-টাচ্ স্ক্রিণ ফাংশনের অল-ইন ওয়ান মাল্টি-টাচ্ পিসি।
পিসি ২টিতে রয়েছে যথাক্রমে ২.৭ গিগাহার্জ গতির ইন্টেল পেন্টিয়াম ডুয়াল কোর এবং ৩.৩ গিগাহার্জ গতির ইন্টেল কোরআই-থ্রি প্রসেসর। পিসিগুলোর সবচেয়ে উল্লেখযোগ্য ফিচারটি হলো রিমোট কন্ট্রোলসহ বিল্ট-ইন টিভি কার্ড, যা বিনোদনে এবং বাসা-বাড়ীর সৌন্দর্যবর্ধনে নতুন মাত্রা যোগ করে।
এছাড়া ২৩.৬ ইঞ্চির মাল্টি-টার্চ ডিসপ্লের এই পিসিগুলোতে রয়েছে ২জিবি ডিডিআর৩ র্যাম, ৫০০জিবি হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, গিগাবিট ল্যান, ৮০২.১১বি/জি/এন ওয়্যারলেস ল্যান, ওয়েবক্যাম, ৩টি ইউএসবি ২.০, ২টি ইউএসবি ৩.০, ১টি এইচডিএমআই ইন/আউট পোর্ট প্রভৃতি।
ইটি২৪১০ইইউটিএস এবং ইটি২৪১০আইইউটিএস পিসি দুইটির মূল্য রাখা হয়েছে যথাক্রমে ৭০,০০০/- এবং ৭৮,০০০/- টাকা। এছাড়া ইটি১৬১১পিইউটি এবং ইটি২০১২ইইউটিএস মডেলের অল-ইন ওয়ান টাচ্ পিসি বাংলাদেশের আইটি মার্কেটে পাওয়া যাচ্ছে,
পিসি ২টির মূল্য রাখা হয়েছে যথাক্রমে ৩৪,০০০ এবং ৫০,০০০ টাকা।
যোগাযোগ- ০১৯১৫৪৭৬৩৫৫, ৮১২৩২৮১।